ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কাজের জন্য আন্তরিকতা বড় প্রয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
কাজের জন্য আন্তরিকতা বড় প্রয়োজন কাজের জন্য আন্তরিকতা বড় প্রয়োজন-ছবি: বাংলানিউজ

চাঁদপুর: বাংলাদেশ পুলিশের এডিশনাল আইজি (এসবি) ড. মো. জাবেদ পাটওয়ারী বলেছেন, সব পেশার লোকজনই সমাজের জন্য কাজ করে যাচ্ছে। কাজের জন্য আন্তরিকতাটাই বড় প্রয়োজন। সমাজের সব ক্ষেত্রে পুলিশের বিচরণ রয়েছে। তাই জনগণের সেবা করার জন্য পুলিশেরই সুযোগ বেশি।

বুধবার (৮ মার্চ) দুপুর ১২টায় চাঁদপুর সাকির্ট হাউজ সভা কক্ষে জেলা পর্যায়ের সাংবাদিকদের সঙ্গ মতবিনিমকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পণ।

পুলিশ-সাংবাদিক একে অপরের পরিপূরক। সবার একটাই লক্ষ্য দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করা। তাই পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ যদি কোন ভুল করে থাকে, তা সাংবাদিকরা তুলে ধরতে পারেন। তাহলেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ওই পুলিশ কর্মকর্তা আরো সতর্ক হবেন।

তিনি আরো বলেন, চাঁদপুরের আইন-শৃঙ্খলা অনেক উন্নত হয়েছে। যা আপনাদের (সাংবাদিক) কথার মাধ্যমে উঠে এসেছে। আপনার‍া তথ্য দিয়ে সহযোগিতা করলে আমাদের কাজে অনেক সহায়ক হবে।

চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিএম শাহীনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. সফিকুর রহমান।

আরো বক্তব্য রাখেন-চাঁদপুর নৌ-পুলিশের পুলিশ সুপার সুব্রত হালদার, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, জালাল চৌধুরী, শাহ্ মো. মাকছুদুল আলম, গোলাম কিবরিয়া জীবন, বিএম হান্নান প্রমুখ।

মতবিনিময় সভায় চাঁদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, চলমান সমস্যা ও কীভাবে সমাধান করা যায় এসব বিষয়ে আলোচনা করা হয়।

বুধবার বিকেলে চাঁদপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুলিশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এডিশনাল আইজিপি ড. মো. জাবেদ পাটওয়ারী এবং বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল ১০টায় সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।