ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি-সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি-সভা রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি-সভা

রাঙামাটি: রাঙামাটিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা হয়েছে। বুধবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোয়াজ্জেম হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার সদর মো. শহিদুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহাঙ্গীর আলম, রাঙামাটি জেলা পরিষদের সদস্য মনোয়ারা জাহান আক্তার, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

এ দিবস উপলক্ষে এর আগে সকালে রাঙামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, কোন বৈষম্য নয়। নারীর অধিকার নিশ্চিত করা যেমন পুরুষের নৈতিক দায়িত্ব, তেমনি নারীকেও তার কার্যক্রমের মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে। বৈষম্য সৃষ্ঠি না করে নারী-পুরুষ মিলে এগিয়ে যাওয়াই আমাদের প্রত্যাশা।

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ০৮ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।