বুধবার (৮ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। আরিফা তাইন্দংয়ের মাঝপাড়া গ্রামের মৃত আবিদ আলী পোদ্দারের মেয়ে এবং তবলছড়ি গ্রিনহীল কলেজের ছাত্রী।
স্থানীয়রা জানান, সকালে কোনো এক সময় বাড়ির পাশে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেন আরিফা। তার ভাই ঘর থেকে বের হলে কাঁঠাল গাছে ঝুলন্ত অবস্থায় বোনের মরদেহ দেখে চিৎকার দেন। পরে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা ছুটে আসেন।
তাইন্দং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, বিষয়টি তিনি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাদাত হোসেন টিটো বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরবি/আরএ