ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

সকাল-বিকেল বৃষ্টি এ মৌসুমের ‘ধরন’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
সকাল-বিকেল বৃষ্টি এ মৌসুমের ‘ধরন’ সকাল-বিকেল বৃষ্টি এ মৌসুমের ‘ধরণ’/ছবি ও ভিডিও: দীপু মালাকার

ঢাকা: স্থানীয়ভাবে বাংলাদেশের আকাশে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হচ্ছে। কোথাও কোথাও হচ্ছে বজ্রসহ বৃষ্টি।

আবহাওয়া অফিস জানিয়েছে এ মৌসুমে সকাল-বিকেল বৃষ্টি হবে আরও কয়েক দিন। বিশেষ করে ঢাকায় আগামী ১০ থেকে ১২ মার্চ পর্যন্ত বৃষ্টি বেশি হবে।

বুধবার (০৮ মার্চ) বেলা আড়াইটার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টি নেমে আসে। এতে কর্মজীবী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তবে অল্প সময়ের মধ্যেই চলে যায় সেই বৃষ্টি। আবারও পরিষ্কার হয় আকাশ।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বাংলানিউজকে বলেন, স্থানীয়ভাবে মার্চ, এপ্রিল ও মে মাসে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হয় এবং খুব সকালে ও বিকেলে বৃষ্টিপাত হয়। বৃষ্টির পানির ফোটা বড় বড় থাকে। দমকা বাতাসসহ প্রতি বছরই এ রকম বজ্রবৃষ্টি হয়।

তিনি বলেন, এ মৌসুমের বৃষ্টির ধরনটা হলো এটা দীর্ঘ সময় হয় না, কিছুক্ষণ বৃষ্টি হয়ে আবার আকাশ পরিষ্কার হয়ে যায়।

এই বৃষ্টিকে মৌসুমের স্বাভাবিক বৃষ্টিপাত উল্লেখ করে এই আবহাওয়াবিদ বলেন, এ ধরনের বৃষ্টিকে ছোটখাট কালোবৈশাখী বলা যায়।

স্যাটেলাইটের ইমেজের তথ্য দিয়ে আবহাওয়া অফিসের এই কর্মকর্তা জানান, বর্তমানে সারা দেশে মেঘাচ্ছন্ন। বৃহস্পতিবার ঢাকার আশপাশে বৃষ্টি হবে। আগামী ১০, ১১ এবং ১২ মার্চ ঢাকায় বেশ ভালো বৃষ্টি হবে।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবতির্ত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আগামী তিন দিন (৭২ ঘণ্টা) সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে।

এদিকে, সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ফেনীতে ১০ মিলিমিটার, কুতুবদিয়া ও রাঙামাটিতে ২ মিলিমিটার করে, হাতিয়ায় ১ মিলিমিটার, চট্টগ্রাম ও সীতাকুণ্ডে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।