ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
কাশিয়ানীতে বাসচাপায় স্কুলছাত্রী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসচাপায় আয়শা আক্তার (৮) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

বুধবার (৮ মার্চ) বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আয়শা চাপ্তা গ্রামের হায়দার মীরের মেয়ে এবং দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রেখেছে। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পরযন্ত ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলী নুর জানিয়েছেন, বুধবার চাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়শা আক্তার ক্রীড়া প্রতিযোগিতা দেখে বাড়ি ফিরছিল। পথে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।