ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে ‘আঁধার ভাঙার শপথ’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
শহীদ মিনারে ‘আঁধার ভাঙার শপথ’ শহীদ মিনারে ‘আঁধার ভাঙার শপথ’

আঁধার ভাঙার প্রত্যয়ে ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ শীর্ষক শ্লোগানে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশেষ আয়োজন করেছে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট।

বুধবার (৮ মার্চ) বিশ্ব নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন করে করে সেখানে ‘আঁধার ভাঙার শপথ’ নেন নারীরা।  

এই প্রতীকী অনুষ্ঠানের মাধ্যমে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র - সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ, সমঅংশীদারিত্ব, সমঅধিকার এবং সমমর্যাদা নিশ্চিতকরণের মাধ্যমে বিশ্বে সমতা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

 

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শপথ পাঠ করান পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি।  

অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক আয়োজনওএসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য কাজী রোজী, অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, অ্যাডভোকেট নাভানা আক্তার, নুরছাবা হোসেন, অ্যাডভোকেট সানজিদা আক্তার, ওয়াসিকা আয়শা খান, আমরাই পারি জোটের কো-চেয়ারপারসন এম বি আখতার, জাতীয় সমন্বয়কারী জিনাত আরা হক, অক্সফ্যাম প্রতিনিধি নাজমুন নাহার, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি বনশ্রী মিত্র, মেরীস্টোপস বাংলাদেশের প্রতিনিধি  ইমরুল হাসান খান, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী সদস্য স্মৃতি কনা বিশ্বাস, উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট নাসির আওয়াল মিন্টু, আইসিডিডিআর.বি’র প্রতিনিধি ফারজানা মজিদ।  

শপথানুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের নেতা-কর্মী, গবেষক, সাংবাদিক, লেখক ও দেশ বরেণ্য ব্যক্তিত্ব প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজনে ডা. দীপু মনি বলেন, বর্তমানে সরকারের এজেন্ডাই হচ্ছে সমাজ, রাষ্ট্র, পরিবারে সবক্ষেত্রে নারীদের এগিয়ে নিয়ে যাওয়া। সেক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ থাকলেও সর্বস্তরের মানুষের সমর্থন প্রয়োজন সরকারের।  শহীদ মিনারে ‘আঁধার ভাঙার শপথ’মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, সরকারের উদ্যোগেই বাল্যবিয়ের হার অনেক কমে এসেছে। তবে ১৮ এর আগে মেয়েদের বিয়ে নয় এবং ২১ এর আগে ছেলেদের বিয়ে নয়- এ প্রচারণাকে গুরুত্ব দিতে হবে সবার।  

শপথের পাশাপাশি অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক আয়োজনও।

বুধবার বিকেলে আমরাই পারি জোটের মিডিয়া অ্যান্ড ইনফরমেশন অফিসার এ্যানি হামিদের ‍পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।