ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি-আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি-আলোচনা সভা ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি

ময়মনসিংহ: ‘নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’-এ শ্লোগান নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ উদ্যোগে র‌্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান।

 

পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন।  

জেলা প্রশাসকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, আসমাউল হুসনা, মনিরা সুলতানা মনি।  

এদিকে, দিবসটি উপলক্ষে জেলার গফরগাঁওয়ে একই সময়ে একটি বর্ণাঢ্য ৠালি বের হয়। পরে দুপুরে উপজেলা শিল্পকলা একাডেমি হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ শঙ্কর কুণ্ডু।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭ 
এমএএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।