বুধবার (০৮ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বাংলাদেশে সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সমানতালে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকারের সদস্যসহ বাংলাদেশে সর্বমোট ১৫ হাজার নারী জনপ্রতিনিধি রয়েছেন। নতুন নির্বাচন কমিশনেও কমিশনার হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন। তাছাড়া বিচারক, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এমনকি পুলিশ ও সামরিক বাহিনীতেও নারীদের উপস্থিতি রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব না। জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করা ও ক্ষমতায়ন নিশ্চিত করা সুষম উন্নয়নের পূর্বশর্ত। এজন্য বর্তমান সরকার নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে কঠোর ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে এলজিইডির বিভিন্ন প্রকল্পের শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল ১০ নারীকে সম্মাননা দেওয়া হয়।
আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমএ/আরআর/এসএইচ