ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এশিয়ায় এগিয়ে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এশিয়ায় এগিয়ে  স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন-ছবি-বাংলানিউজ

ঢাকা: নারীর ক্ষমতায়নে বাংলাদেশ ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের থেকে এগিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

বুধবার (০৮ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁও এলজিইডি ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা প্রদান ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়নে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে এদেশের নারীদের অংশগ্রহণ বেড়েছে। সরকার মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে ছয় মাস করেছে। সরকারের এসব সফল পদক্ষেপের কারণে জেন্ডার ইক্যুটি ইনডেক্স মোতাবেক নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অবস্থান এখন পার্শ্ববর্তী ভারত, পাকিস্তান ও আফগানিস্তানের থেকেও ওপরে।

বাংলাদেশে সব ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন সমানতালে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জাতীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকারের সদস্যসহ বাংলাদেশে সর্বমোট ১৫ হাজার নারী জনপ্রতিনিধি রয়েছেন। নতুন নির্বাচন কমিশনেও কমিশনার হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন। তাছাড়া বিচারক, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এমনকি পুলিশ ও সামরিক বাহিনীতেও নারীদের উপস্থিতি রয়েছে।  

তিনি বলেন, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে বাদ দিয়ে জাতীয় উন্নয়ন সম্ভব না। জাতীয় উন্নয়নের মূলধারায় নারীদের সম্পৃক্ত করা ও ক্ষমতায়ন নিশ্চিত করা সুষম উন্নয়নের পূর্বশর্ত। এজন্য বর্তমান সরকার নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধে কঠোর ভূমিকা পালন করছে।

অনুষ্ঠানে এলজিইডির বিভিন্ন প্রকল্পের শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল ১০ নারীকে সম্মাননা দেওয়া হয়।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমএ/আরআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।