ঢাকা, রবিবার, ১৯ মাঘ ১৪৩১, ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২ শাবান ১৪৪৬

জাতীয়

মুক্তাগাছায় ১৫ নারীকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
মুক্তাগাছায় ১৫ নারীকে সংবর্ধনা মুক্তাগাছায় ১৫ নারীকে সংবর্ধনা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: নারী উন্নয়নে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ১৫ জন নারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে স্থানীয় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত আলোচনা সভায় তাদের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা পাওয়া নারীরা হলেন- জেলা পরিষদ সদস্য বেগম জোসনারা মুক্তি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, সহকারী কমিশনার ভূমি সোহানা ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হেলেনা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা নার্গিস আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ, সহকারী প্রোগ্রামার মাহমুদা আক্তার, মুক্তাগাছা মহিলা সমবায় সমিতির সভানেত্রী নাজমুন নাহার দিলু, জাতীয় মহিলা সংস্থা মুক্তাগাছার চেয়ারম্যান মলিনা রানী দত্ত, আনসার-ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার জেসমিন খান, সচেতন নাগরিক কমিটির (সনাক) ইয়েস গ্রুপের দলনেতা তানজিলা আক্তার, সচেতন মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী আয়েশা আক্তার, নারী নেত্রী কমলা ও অরুণা দে।

এর আগে সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মুক্তি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলকার নয়নের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, বেগম জোসনারা মুক্তি, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল কাশেম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, ওয়ার্ল্ডভিশন কর্মকর্তা সজল গোমেজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমএএএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।