ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ পুলিশি বাধায় ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ-মিছিল/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ও যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারাফটকে আটকের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ-মিছিল এবং সমাবেশ করেছে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দল।

বুধবার (৮ মার্চ) দুপুরে নগরীর নতুন বাজারের দলীয় কার্যালয় এলাকায় পুলিশি বাধায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহিদুল আমিন খসরু, কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরুজ্জামান চাঁন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রবি, শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক নেতা শরিফ, বাবু, সেলিম, টিটু, বাশার, খলিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমএএএম/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।