গতবছরও বিচারপতির ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন বেঞ্চ বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত কেবল নারীদের শুনানি করার সুযোগ দেন।
এর ধারাবাহিকতায় এবারও বুধবার (৮ মার্চ) নারীদের অগ্রাধিকার দিয়ে নজির স্থাপন করেছেন তিনি।
সূত্রমতে, এ বেঞ্চের কার্যতালিকা অনুসারে শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা শুনানির কথা থাকলেও দিনের শুরুতে আটজন নারী আইনজীবী ও বিচারপ্রার্থীর মামলার শুনানিতে সুযোগ দেওয়া হয়।
১৯৭৫ সালে জাতিসংঘ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তজার্তিক স্বীকৃতি পায় নারী দিবস। সেই থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
ইএস/ওএইচ/এএ