ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

হাইকোর্টে অগ্রাধিকার পেলেন নারী আইনজীবী ও বিচারপ্রার্থী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
হাইকোর্টে অগ্রাধিকার পেলেন নারী আইনজীবী ও বিচারপ্রার্থী

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান দেখিয়ে বিচারকার্যের শুরুতে আটজনকে মামলার শুনানিতে বিশেষ সুযোগ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। এই আটজন আইনজীবী ও বিচারপ্রার্থীই ছিলেন নারী।

গতবছরও বিচারপতির ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন বেঞ্চ বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত কেবল নারীদের শুনানি করার সুযোগ দেন।

এর ধারাবাহিকতায় এবারও বুধবার (৮ মার্চ) নারীদের অগ্রাধিকার দিয়ে নজির স্থাপন করেছেন তিনি।

সূত্রমতে, এ বেঞ্চের কার্যতালিকা অনুসারে শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা শুনানির কথা থাকলেও দিনের শুরুতে আটজন নারী আইনজীবী ও বিচারপ্রার্থীর মামলার শুনানিতে সুযোগ দেওয়া হয়।

১৯৭৫ সালে জাতিসংঘ থেকে আনুষ্ঠানিকভাবে আন্তজার্তিক স্বীকৃতি পায় নারী দিবস। সেই থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
ইএস/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।