ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

নারী নির্বাচন কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ইসি সচিবালয়ের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
নারী নির্বাচন কমিশনারকে ফুলেল শুভেচ্ছা ইসি সচিবালয়ের নারী নির্বাচন কমিশনার কবিতা খানমকে ইসি সচিবালয়ের শুভেচ্ছা

ঢাকা: দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানমকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়।

ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ কমিশন সচিবালয়ের পক্ষ থেকে বুধবার (৮ মার্চ) আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নির্বাচন কমিশনারের কার্যালয়ে এ শুভেচ্ছা জানান।

এ সময় তার সঙ্গে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা গ্রহণের পর ইসি সচিবকেও ধন্যবাদ জানান নির্বাচন কমিশনার কবিতা খানম।
 
তিনি বলেন, নারীদের সফলতার ক্ষেত্রে সামাজিক বাধাই বড় বাধা। এছাড়া সকল ক্ষেত্রে বাধা অতিক্রম করেই তাদের এগিয়ে যেতে হয়। তবে ভবিষ্যতে হয়তো এমন এক সময় আসবে যখন এমন প্রতিকূল অবস্থা থাকবে না।
 
ইসি সচিবালয় ছাড়াও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অন্য নির্বাচন কমিশনাররাও কবিতা খানমকে শুভেচ্ছা জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
ইইউডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।