বুধবার (০৮ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, দুর্নীতিবিরোধী একটি আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করেছে দুদক।
অন্যদিকে ধারণা করা হচ্ছে, দেশব্যাপী সততা সংঘের সদস্যদের স্বতঃস্ফূর্ত আহ্বানে প্রায় দুই লাখ পঞ্চাশ হাজার শিক্ষার্থী (নবম ও দশম শ্রেণি), অভিভাবক, শিক্ষক এ মানববন্ধনে উপস্থিত থাকবেন।
এদিকে দুদক সূত্রে আরো জানা গেছে, ঢাকা মহানগরের উত্তরা থেকে ফার্মগেট- বাংলামোটর- শাহবাগ- মৎস্য ভবন- কাকরাইল মোড়- বিজয়নগর হয়ে প্রেসক্লাব পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষ এ মানববন্ধন অংশগ্রহণ করবেন।
এছাড়া রাজধানীর প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি, দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এএফএম আমিনুল ইসলাম ও শিক্ষা সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মানববন্ধনে অংশগ্রহণ করবেন।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ০৮,২০১৭
এসজে/জেডএস