শনিবার(১১ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কাকিনা ইউনিয়নের দক্ষিণ গোপাল রায় গ্রামের আবুল হোসেনের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের খাবার খেয়ে যে যার মতো ঘুমিয়ে পড়ে বাড়ির সবাই।
বাড়ির লোকদের চিৎকারে স্থানীয়রা ও খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।
ততক্ষণে তিন ভাইয়ের ১২টি ঘর, আসবাবপত্র, ধান-চাল, তামাকসহ যাবতীয় মালামাল সম্পুর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার (ভার) নুর হোসেন বাংলানিউজকে জানান, আবুল হোসেনের রান্নাঘরের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এএ