ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনার তিনদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
পদ্মায় স্পিডবোট দুর্ঘটনার তিনদিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ: পদ্মায় স্পিডবোট ডুবির তিনদিন পর স্কুলছাত্রী তাহমিনার (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১১ মার্চ) বিকেলে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার কাইজ্জার চর সংলগ্ন পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

তাহমিনা ঢাকার কামর‍াঙ্গীরচরের বাসিন্দা মতি খাঁর মেয়ে ও স্থানীয় ওয়াজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।


 
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে নিখোঁজ তাহমিনার মরদেহ জাজিরা উপজেলার কাইজ্জার চর সংলগ্ন পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে জাজিরা পুলিশের কাছে আমরা হস্তান্তর করেছি। এ ঘটনায় আর কেউ নিখোঁজ নেই।

এর আগে বাকেলা (৪০), জাজিরা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল সিকদার (৪৬)  এবং  লাবিব হালদার (১০) নামে এক শিশু একই ঘটনায় মারা যায়।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।