শনিবার (১১ মার্চ) যশোরের মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইতি ওই গ্রামের স্বপন মল্লিকের মেয়ে।
মুক্তিশ্বরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রবীর মল্লিক বাংলানিউজকে বলেন, আমাদের কলেজ থেকে ইতির এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কথা। শুনেছি তার নগ্নছবি ফেসবুকে কে বা কারা আপলোড করে। এ ঘটনায় লোকলজ্জার ভয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
স্থানীয়রা জানান, সাগর নামে এক কলেজ ছাত্রের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি পরিবারের সদস্যরা ইতি মল্লিকের বিয়ের তোড়জোড় করছিলেন। ধারণা করা হচ্ছে এজন্য ওই ছাত্র ইতির নগ্নছবি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দিতে পারেন।
এ ব্যাপারে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ ফোন রিসিভ করেননি।
বাংলাদেশ সময়: ০৪২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
ইউজি/এএ