ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

তালায় সহযোগীসহ পূর্ব বাংলা ক‌মিউ‌নিস্ট পা‌র্টি নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
তালায় সহযোগীসহ পূর্ব বাংলা ক‌মিউ‌নিস্ট পা‌র্টি নেতা নিহত তালায় সহযোগীসহ পূর্ব বাংলা ক‌মিউ‌নিস্ট পা‌র্টি নেতা নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপ‌জেলায় পু‌লি‌শের সঙ্গে ‘বন্দুকযু‌দ্ধে’ পূর্ব বাংলা ক‌মিউ‌নিস্ট পা‌র্টির নেতা বিদ্যুৎ বাছাড় ও তার সহ‌যোগী তালহা নিহত হ‌য়েছেন। এসময় পু‌লিশ দু‌’টি ওয়ান শ্যুটারগান, চার‌টি কক‌টেল ও এক‌টি রাম দা উদ্ধার ক‌রে‌ছে।

রোববার (১২ মার্চ) ভোর ৪টার দি‌কে উপ‌জেলার মহা‌ন্দি-নুরুল্লপু‌রের লক্ষ্মণ দা‌শের আম বাগা‌নে এ ঘটনা ঘ‌টে।

‌নিহত বিদ্যুৎ বাছাড় একই উপ‌জেলার মাগুরাডাঙ্গার কানাইনাল বাছা‌ড়ের ছে‌লে ও তালহা সুজনসাহা গ্রা‌মের ম‌নি শে‌খের ছে‌লে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) হাসান হা‌ফিজুর রহমান বাংলা‌নিউজ‌কে বলেন, রা‌তে লক্ষ্মণ দা‌শের আম বাগা‌নে ডাকা‌তির জন্য সংঘ‌বদ্ধ হ‌লে পু‌লিশ গোপন সংবা‌দের ভি‌ত্তিতে সেখা‌নে অ‌ভিযান চালায়। এসময় পু‌লি‌শের উপ‌স্থি‌তি টের পে‌য়ে গু‌লি ছুড়‌লে পু‌লিশও পাল্টা গু‌লি ছো‌ড়ে। প্রায়‌ ১০ মি‌নিট বন্দুকযু‌দ্ধের এক পর্যা‌য়ে ডাকাতরা পিছু হ‌ঠে। প‌রে ঘটনাস্থল থে‌কে বিদ্যুৎ ও তালহার মরদেহ ও দু‌টি ওয়ান শ্যুটারগান, চার‌টি কক‌টেল ও এক‌টি রাম দা উদ্ধার ক‌রা হয়।  

তা‌দের মর‌দেহ সদর হাপাতা‌লের ম‌র্গে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

ও‌সি আরও জানান, নিহত‌দের ম‌ধ্যে বিদ্যু‌তের না‌মে পাঁচ‌টি অস্ত্র ও পাঁচ‌টি ডাকা‌তি মামলাসহ ১৪টি মামলা র‌য়েছে। তিনি নি‌ষিদ্ধ ঘো‌ষিত পূর্ব বাংলা ক‌মিউ‌নিস্ট পা‌র্টির নেতা।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।