ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক তোফায়েল হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
সাংবাদিক তোফায়েল হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী

কুড়িগ্রাম: কুড়িগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ তোফায়েল হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী ১২ মার্চ। তিনি বাংলানিউজটোয়েন্টিফোর.কম এর কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ফজলে ইলাহী স্বপনের বাবা।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১২ মার্চ) বাদ জোহর পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রামের বাসভবনে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।  

এছাড়া তার জীবন ও কর্ম নিয়ে সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজন করা হয়েছে স্মরণসভার।

তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দৈনিক ইত্তেফাক ও দি ডেইলি নিউনেশনের কুড়িগ্রাম সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।

তোফায়েল হোসেন শুধু সাংবাদিক জগতের পথিকৃৎ-ই ছিলেন না ক্ষণজন্মা এই মানুষটি একাধারে শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, কৃতি খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্কাউটস ছিলেন।

১৯৬৫ সালে সাংবাদিকতা শুরুর পর তিনি বিভিন্ন সময়ে দৈনিক আজাদ, দৈনিক পয়গাম এবং দৈনিক মর্নিং নিউজে কাজ করেন। কুড়িগ্রাম থেকে প্রকাশিত দৈনিক চাওয়া পাওয়ার সম্পাদক ও প্রকাশক ছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৬ সালের ১২ মার্চ দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সাংবাদিক তোফায়েল হোসেন।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।