তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার (১২ মার্চ) বাদ জোহর পরিবারের পক্ষ থেকে কুড়িগ্রামের বাসভবনে দোয়া মাহফিল ও কবর জিয়ারতের আয়োজন করা হয়েছে।
এছাড়া তার জীবন ও কর্ম নিয়ে সন্ধ্যায় কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজন করা হয়েছে স্মরণসভার।
তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত দৈনিক ইত্তেফাক ও দি ডেইলি নিউনেশনের কুড়িগ্রাম সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন।
তোফায়েল হোসেন শুধু সাংবাদিক জগতের পথিকৃৎ-ই ছিলেন না ক্ষণজন্মা এই মানুষটি একাধারে শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, কৃতি খেলোয়াড়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও স্কাউটস ছিলেন।
১৯৬৫ সালে সাংবাদিকতা শুরুর পর তিনি বিভিন্ন সময়ে দৈনিক আজাদ, দৈনিক পয়গাম এবং দৈনিক মর্নিং নিউজে কাজ করেন। কুড়িগ্রাম থেকে প্রকাশিত দৈনিক চাওয়া পাওয়ার সম্পাদক ও প্রকাশক ছিলেন তিনি।
উল্লেখ্য, ২০০৬ সালের ১২ মার্চ দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন সাংবাদিক তোফায়েল হোসেন।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসআই