মেহেরপুর: হত্যা, অপহরণ, চাঁদাবাজি, বোমাবাজি, আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার আসামি মজনু হোসেনকে (২৭) বিদেশি পিস্তলসহ গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রোববার (১২ মার্চ) সকালে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১১ মার্চ) রাত ৮টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও গাংনী থানা পুলিশের একটি দল মেহেরপুরের গাংনী বাজারের থানা রোডে অভিযান চালিয়ে সন্ত্রাসী মজনুকে গ্রেফতার করে। তিনি গাংনী উপজেলার আড়পাড়ার মৃত লাল চাঁদ আলীর ছেলে।
এ অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।