ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

সারাদেশে আবহাওয়ার উন্নতি, সামুদ্রিক সর্তকবার্তা বলবৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
সারাদেশে আবহাওয়ার উন্নতি, সামুদ্রিক সর্তকবার্তা বলবৎ

ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে রাজধানীসহ সারাদেশে গত কয়েকদিনের বজ্রসহ ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির পর রোববার (১২ মার্চ) থেকে সারাদেশে আবহাওয়ার উন্নতি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তবে উপকূলীয় এলাকায় এখনও প্রচুর বৃষ্টি হচ্ছে এবং সেখানে ঘোষিত তিন (৩) নম্বর সর্তক সংকেত বলবৎ রাখা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টার পুর্বাভাসে বলা হচ্ছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।  

এদিকে, উপকূলের আবহাওয়ার বিবেচনায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরের জন্য জারি করা তিন (৩) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বলবৎ রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, বিকেল নাগাদ আবহাওয়ার উন্নতি আশা করছি। উপকূলীয় এলাকায় এখনও বৃষ্টি হচ্ছে, সেখানে জারি করা সর্তক সংকেত অব্যাহত রয়েছে।

ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার যা অস্থায়ী দমকায় ঘন্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। ঢাকায় সূর্যাস্ত যাবে ৬টা ৬ মিনিটে এবং ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিলো ৯৬ শতাংশ। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে সকাল ৬টা ০৯ মিনিটে।  

রোববার রাজধানীতে সকাল থেকে সূর্যের দেখা মেলায় জনমনে স্বস্তি ফিরেছে। কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এমইউএম/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।