রোববার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে স্পেশাল জজ ওয়াহিদুজ্জামান সিকদার এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- ইলিয়াস মিয়া, শাহজাব খান, বাবুল, দুলাল মিয়া, ইন্নস মিয়া, বিসু মিয়া, আশরাফ আলী, ফেরদৌস, পারভেজ, লিটন, শাহাদত হোসেন, আনোয়ার, দেলোয়ার, বাবু মিয়া ও মামুন মিয়া।
এ হত্যা মামলার অপর আসামি মঞ্জুরুল হক ও নলি মিয়াকে লঘু দণ্ড দেয়া হয়েছে। এছাড়া আসামি রফিক, মনি মিয়া ও আক্কাস মিয়া মারা যাওয়ায় তাদের মামলা থেকে বাদ দেয়া হয়েছে এবং অভিযোগ প্রমাণ না হওয়ায় তোতা মিয়া ও মোনাক্কা বিবিকে বেকসুর খালাস দেন আদালত।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৬ সালের ২২ মে মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামের তোফাজ্জল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই দিনই নিহত ব্যক্তির ভাই গোলাম কিবরিয়া বাদী হয়ে প্রতিপক্ষের ২১ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে ২৩ জনের নামে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে রোববার এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি মুলতান উদ্দিন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট সামসুদ্দিন।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসআই