রোববার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টা ও বেলা ১১টার দিকে এসব ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, এনামুল তেজগাঁও লাভ রোডের একটি ছাপাখানায় চাকরি করেন।
অপরদিকে কদমতলীর মুরাদপুর এলাকায় নিজ বাড়িতে ওয়েল্ডিং করার সময় আনিসুর বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এজেডএস/আরআর/জেডএস