শনিবার (১১ মার্চ) রাতভর পৃথকভাবে অভিযান চালিয়ে বাগমারা ও পবা থেকে তাদের আটক করা হয়।
আটক জেএমবি সদস্যের নাম আবদুর রাজ্জাক (৩৮)।
রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বাংলানিউজকে জানান, আব্দুর রাজ্জাক জেএমবির তালিকাভুক্ত সদস্য। তার বিরুদ্ধে থানায় নাশকতার মামলা রয়েছে।
ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান ওসি।
রাজশাহীর পবা থেকে আটক হিযবুত তাহরীর সদস্যরা হলেন- পবার নওহাটা নতুনপাড়া এলাকার শফিকুল ইসলাম খাঁনের ছেলে আরিফুল ইসলাম সদয় (২৩) ও পবার নওহাটা শাহপাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে মানসুর রহমান (২৫)।
রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল কুমার বাংলানিউজকে বলেন, তাদের বিরুদ্ধে রাজধানী ঢাকার পল্টন থানায় নাশকতার মামলা রয়েছে।
এর আগে ২০১৩ সালে তারা ঢাকায় আটক হয়েছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে তারা আবার এ নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্থানীয়দের সংগঠিত করছিলেন। এছাড়া সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিলো বলে তাদের আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হবে বলেও জানান ওসি পরিমল কুমার।
প্রসঙ্গত, এর আগে গত শুক্রবার (১০ মার্চ) রাতভর অভিযান চালিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন স্থান থেকে পাঁচ জেএমবি সদস্যকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।
রোববার (১২ মার্চ) দুপুরে রিমান্ড আবেদনের শুনানি হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসএস/ওএইচ/এমজেএফ