রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ওই এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইন থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
নিহতের পরনে ছাই রংয়ের প্যান্ট ও নীল রংয়ের গেঞ্জি রয়েছে।
জয়দেবপুর জংশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. দাদন মিয়া জানান, সকালে কালিয়াকৈরের তালাবহ এলাকায় ঢাকা-রাজশাহী রেললাইনে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আরএস/জেডএস