রোববার (১২ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে তিনি সাংবাদিকদের বলেন, “আরেক দফা বেতন বাড়ছে- ইজ টোটালি ফলস। এবার মোটেই আরেক দফা ইনক্রিমেন্টের কোনো ব্যবস্থা আমরা করছি না।
কয়েক দিন থেকে সংবাদ মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আবারও বেতন বাড়ানোর সংবাদ প্রকাশ হয়ে আসছিল।
অর্থমন্ত্রী বলেন, “গত বেতন কমিশনে আমরা বলেছি, আর ভবিষতে বেতন কমিশন হবে না। সো, উই অলসো প্রোমিজড- অলটারনেটিভ একটা সিস্টেম করতে হবে। ”
এ বিষয়ে একটি সেল গঠন করার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাংলাদেশ সময়: ১২৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এমআইএইচ/এমজেএফ
আরও পড়ুন
** বেতন বাড়ার খবর ‘টোটালি ফলস’