নারী দিবস উপলক্ষে এডব্লিউসি’র ফান্ড রেইজিং ইভেন্ট
ঢাকা: আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উপলক্ষ্যে সমাজের পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে তহবিল সংগ্রহের জন্য শনিবার (মার্চ ১১) একটি ‘ফান্ড রেইজিং ইভেন্ট’ এর আয়োজন করে আধুনিকা ওমেন সেন্টার (এডব্লিউসি)। শনিবার বিকেলে রাজধানীর গুলশান-১ এর ক্যাডেট কলেজ ক্লাবে অনুষ্ঠিত হয় এই ফান্ড রেইজিং ইভেন্ট।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট মানবাধিকার ব্যক্তিত্ব হামিদা হোসেন, বিশিষ্ট নৃত্যশিল্পী লুবনা মরিয়ম, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, সাজিদা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাহিদা ফিজা কবির প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আরমিন মুসা।
দেশের পিছিয়ে পড়া যুব নারীদের কর্মসংস্থানের উপযোগী করে তাদের ক্ষমতায়নের জন্য সংগৃহীত তহবিল ব্যবহৃত হবে বলে জানানো হয় অনুষ্ঠানে।
২০০৩ সালে আধুনিকা ফাউন্ডেশন ইউএসএর উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আধুনিকা ওমেন্স সেন্টার। ২০১২ সালের এপ্রিল মাস থেকে আধুনিকা ফাউন্ডেশন যুক্তরাষ্ট্রের সঙ্গে এক চুক্তির মাধ্যমে আধুনিকা ওমেন্স সেন্টারের কার্যক্রমের ব্যবস্থাপনা সম্পন্ন করছে সাজিদা ফাউন্ডেশন।
রোববার আধুনিকা ওমেন সেন্টার এর তরফে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৭
আরআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।