ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

জুতার গোডাউনে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার মাল ভস্মীভূত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
জুতার গোডাউনে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার মাল ভস্মীভূত  জুতার গোডাউনে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার মাল ভস্মীভূত-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় রায় মার্কেটের একটি জুতার গোডাউনে অগ্নিকাণ্ডে ৩ কোটি টাকার মাল ভস্মীভূত হয়েছে।

রোববার (১২ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও ক্ষতিগ্রস্তরা বাংলানিউজকে জানান, ভোর ৪টার দিকে রায় মার্কেটের বাজার রোডের দোতলায় ‘হীরা সুজ’ নামে একটি দোকানের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে এ মার্কেটের অন্য কোনো দোকানে আগুন লাগেনি।  

দোকানের স্বত্বাধিকারী হীরা লাল জানান, তার প্রায় ৩ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।  

ভালুকা ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর রেজাউল করিম জানান, আগুন লাগার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭ 
এমএএএম/আরআর/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।