ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহী অ্যাডভোকেট বারের নির্বাচন ১৬ মার্চ, প্রচারণা তুঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
রাজশাহী অ্যাডভোকেট বারের নির্বাচন ১৬ মার্চ, প্রচারণা তুঙ্গে কোর্ট চত্বরে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ মার্চ (বৃহস্পতিবার)। আইনজীবীদের এ নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচার-প্রচারণা জমে উঠেছে। সময় যতোই ঘনিয়ে আসছে নির্বাচনী উত্তাপ ততোই বাড়ছে।

বর্তমানে প্রার্থীরা আইনজীবীদের টেবিলে-টেবিলে ঘুরে এবং বাড়ি-বাড়ি গিয়ে কুশল বিনিময় ও নিজ পরিষদের পক্ষে ভোট প্রার্থনা করছেন।

একইসঙ্গে আইনজীবীদের উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

তাই নির্বাচনকে ঘিরে আদালতপাড়াজুড়ে ভোট উৎসব বিরাজ করছে।

এরইমধ্যে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে কোর্ট চত্বরে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন।

রাজশাহী অ্যাডভোকেট বার সমিতির নির্বাচন কমিশনার এবিএম মশিউজ্জামান জানান, এবারের নির্বাচনে পৃথক দু’টি প্যানেলে ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলাদা দু’টি প্যানেলে ৪২ জন এবং পৃথকভাবে আরও ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্যানেল দু’টি হচ্ছে আওয়ামী লীগের সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত লোকমান আলী-একরামুল হক এবং জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মোজাম্মেল হক-আফতাবুর রহমান প্যানেল।

আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। মাঝে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ১ ঘণ্টা নামাজ ও দুপুরের খাবারের জন্য বিরতি থাকবে। ভোটগ্রহণ শেষে রাতে ফল ঘোষণা করা হবে।

নির্বাচন কমিশনার এবিএম মশিউজ্জামান জানান, এবার ২১টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি পদে ১ জন, সহ-সভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক ১ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ২ জন, হিসাব সম্পাদক ১ জন, লাইব্রেরি সম্পাদক ১ জন, সম্পাদক অডিট ১ জন, সম্পাদক প্রেস অ্যান্ড ইনফরমেশন ১ জন, সম্পাদক ম্যাগাজিন অ্যান্ড কালচার ১ জন এবং সদস্য পদে ৯ জন রয়েছেন।

নির্বাচনে মোট ৫শ’ ৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসএস/ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।