রোববার (১২ মার্চ) সকাল সাড়ে ১০টায় মরদেহটি উদ্ধার করা হয়।
রোজিনা আক্তার উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উনকিলা গ্রামের মুহসীন বেপারীর স্ত্রী এবং কচুয়া উপজেলার গোহাট ইউনিয়নের নাওপুরা গ্রামের মফিজুর রহমানের মেয়ে।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, দুই বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। ২৯ দিন আগে রোজিনা একটি মেয়ের জন্ম দেন। শনিবার (১১ মার্চ) মধ্য রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে রোজিনার শ্বশুর পরিবারের লোকজন মরদেহ বাড়িতে নিয়ে যান।
এদিকে, রোজিনার বাবা মফিজুর রহমানের অভিযোগ, তার মেয়েকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছে শ্বশুরবাড়ির লোকজন। এ কারণে সে অসুস্থ হয়ে পড়ে। কয়েকদিন আগে রোজিনাকে তারা মারধরও করেছিল।
মেয়ের সুখের জন্য তিনি জামাতা মুসহীনকে ১ লাখ ২০ হাজার টাকাও দিয়েছেন। এ ঘটনায় তিনি আইনের আশ্রয় নিবেন বলেও জানান।
শাহরাস্তি থানার ওসি (তদন্ত) নুর হোসেন মামুন বাংলানিউজকে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এ ব্যাপারে তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। রোজিনার পরিবার থেকে এখনো কোন অভিযোগ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
আরএ