ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

হঠাৎ কুয়াশার চাদরে দিনাজপুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
হঠাৎ কুয়াশার চাদরে দিনাজপুর ফাল্গুনের শেষে হঠাৎ ঘন কুয়াশায় ঢেকেছে পুরো দিনাজপুর। ছবি: মাহিদুল ইসলাম রিপন

দিনাজপুর: ফাল্গুনের শেষে হঠাৎ ঘন কুয়াশায় ঢেকেছে পুরো দিনাজপুর। আবারো শীত পড়বে বলে ভাবছে স্থানীয় জনগণ। বৃদ্ধরা বলছেন, এমন আবহাওয়া সারা জীবনে দেখিনি।

কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

রোববার (১২ মার্চ) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢাকা ছিল দিনাজপুর।

দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ের ভাই বোন ফার্মেসির মালিক বাংলানিউজকে বলেন, প্রতিদিন সকাল ৭টায় দোকান খুলি। কুয়াশার কারণে দোকান খুলতে দেরি হলো। অবস্থা দেখে ভেবেছিলাম আবার বুঝি শীত এলো!

বকুল মিয়া নামে এক দিনমজুর বাংলানিউজকে বলেন, সকালে ঘুম থেকে উঠে কাজের জন্য বের হই। কিন্তু কুয়াশার কারণে দিনমজুরের খোঁজে কেউই আসেনি। আমরা দিন আনি দিন খাই মানুষ, কোনো সঞ্চয় থাকে না। আজ কাজ করতে না পারায় ধার-দেনা করে চলতে হবে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জুর হোসেন বাংলানিউজকে জানান, হঠাৎ কুয়াশা দেখা দিয়েছে। তবে এই অবস্থা দীর্ঘস্থায়ী ও বার বার হবে বলে মনে হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।