ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রদূত কায়েসকে ব্রাজিলের সামরিক সম্মান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
রাষ্ট্রদূত কায়েসকে ব্রাজিলের সামরিক সম্মান

প্রয়াত রাষ্ট্রদূত মোহাম্মদ মিজারুল কায়েসের মরদেহে সামরিক সম্মান জানাচ্ছে ব্রাজিল সরকার। দেশটির রাজধানী ব্রাসিলিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার পর রাতে (ব্রাজিলের স্থানীয় সময়) তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, মৃত্যুকালে মিজারুল কায়েস যেহেতু ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন তাই দেশটির বিমান বাহিনীর ঘাঁটিতে প্রথা অনুযায়ী তাকে সামরিক সম্মান জানাবে ব্রাজিল সরকার।

সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাষ্ট্রদূত মিজারুল কায়েসের লাশ সাতদিনের মধ্যে দেশে নেওয়া হবে।

ব্রাজিল থেকে বাংলাদেশে সরাসরি কোনো ফ্লাইট না থাকায় তার মরদেহ বহনকারী ফ্লাইটটি ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্য ঘুরে দেশে পৌঁছাবে বলেও জানান ওই কর্মকর্তা।

গত ১৩ ফেব্রুয়ারি ব্রাসিলিয়ার একটি হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হন মিজারুল কায়েস। শনিবার (১১ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে মৃত্যুবরণ করেন দেশপ্রেমিক এই কূটনীতিক।

**রাষ্ট্রদূত কায়েস আর নেই

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
কেজেড/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।