ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, মৃত্যুকালে মিজারুল কায়েস যেহেতু ব্রাজিলে রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন তাই দেশটির বিমান বাহিনীর ঘাঁটিতে প্রথা অনুযায়ী তাকে সামরিক সম্মান জানাবে ব্রাজিল সরকার।
সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রাষ্ট্রদূত মিজারুল কায়েসের লাশ সাতদিনের মধ্যে দেশে নেওয়া হবে।
গত ১৩ ফেব্রুয়ারি ব্রাসিলিয়ার একটি হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ভর্তি হন মিজারুল কায়েস। শনিবার (১১ মার্চ) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে মৃত্যুবরণ করেন দেশপ্রেমিক এই কূটনীতিক।
**রাষ্ট্রদূত কায়েস আর নেই
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
কেজেড/এমজেএফ