ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আদিতমারীতে গাঁজাসহ অটোচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আদিতমারীতে গাঁজাসহ অটোচালক আটক আদিতমারীতে গাঁজাসহ অটোচালক আটক

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ২০ কেজি গাঁজা ও একটি অটোরিকশাসহ শরিফুল ইসলাম (২৯) নামে এক অটোচালককে আটক করেছে পুলিশ।

রোববার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভেলাবাড়ি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। শরিফুল ইসলাম আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গন্ধমরুয়া গ্রামের তায়েজ উদ্দিনের ছেলে।

আদিতমারী থানার উপ পরিদর্শক (এসআই) আশরাফুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভেলাবাড়ি এলাকায় পুলিশ অভিযান চালায়। এসময় একটি অটোরিকশায় তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ শরিফুল ইসলামকে আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।