ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে নিরাপত্তা কর্মীকে পুড়িয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
দাউদকান্দিতে নিরাপত্তা কর্মীকে পুড়িয়ে হত্যা

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় শফিকুল ইসলাম (৫২) নামে এক নিরাপত্তা কর্মীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ মার্চ) ভোরে উপজেলার গৌরীপুর বাজারের নিউমার্কেটে এ ঘটনা ঘটে।

নিহত নিরাপত্তা কর্মী শফিকুল ইসলাম উপজেলার গৌরীপুর ইউনিয়নের বাসিন্দা।

মার্কেটের ব্যবসায়ীরা জানান, উপজেলার গৌরীপুর বাজারের নিউমার্কেটে (মোবাইল মার্কেট) শফিকুল ইসলাম তিন মাস ধরে নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করছিলেন।

প্রতিদিনের মতো শনিবার দিবাগত রাতে মার্কেটে নিরাপত্তার দায়িত্ব পালন করতে আসেন তিনি।

ভোরে মার্কেটের উত্তর পাশের গেটের তালা ভেঙে দুর্বৃত্তরা ঢুকে  নিরাপত্তা কর্মীকে মুখে স্কস্টেপ মুড়িয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে দাহ্য জাতীয় পদার্থ ঢেলে মরদেহে আগুন ধরিয়ে দেয়।  

তবে মার্কেটে কয়েক শতাধিক দোকানের মধ্যে শুধু রিভা টেলিকম দোকানের শাটার তালাবদ্ধ অবস্থায় কাটা দেখা যায়। উপস্থিত ব্যবসায়ী ও প্রশাসনের কর্মকর্তাদের ধারণা, যেভাবে শাটার কাটা হয়েছে তা দিয়ে কোন লোকের ভেতরে ঢোকা সম্ভব নয়। যদিও কোনভাবে ঢুকতো তবে শাটারে আলামত পাওয়া যেত।

রিভা টেলিকমের মালিক নুরুল ইসলাম বলেন, আমার দোকান থেকে নগদ ৫০ হাজার টাকা এবং প্রায় ৩৫টি মোবাইল সেট নিয়ে গেছে দুর্বৃত্তরা। তার মধ্যে কয়েকটি মোবাইল সেট সিঁড়ির নিচে পাওয়া গেছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, মার্কেটের নিরাপত্তাকর্মীকে যেভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে তা রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে এটা কী শুধুই চুরি নাকি ঘটনার পেছনে অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখা যাচ্ছে।

রিভা টেলিকমের মালিকসহ ৩ কর্মচারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।