ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

প্রতিবন্ধীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ের দরজা খোলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
প্রতিবন্ধীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ের দরজা খোলা বক্তব্য রাখছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক। ছবি: সুমন- বাংলানিউজ

ঢাকা: দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য রেলপথ মন্ত্রণালয়ের দরজা সব সময় খোলা বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।

রোববার (১২ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোলটেবিল বৈঠকে  ডিজেবল স্টুডেন্ট সোসাইটি অব চিটাগং ইউনিভার্সিটি (ডিআইএসএসসিইউ) আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

মুজিবুল হক বলেন, বর্তমান সরকারে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য বেশ কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছে এবং বেশ কয়েকটি প্রজেক্ট চলমান রয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য আমরা কাজ করার জন্য সব সময় চেষ্টা করছি। রেলপথ মন্ত্রণালয়ের দরজা দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সব সময় খোলা রয়েছে। আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসবেন আমরা সাধ্যমত সাহায্য করার চেষ্টা করব।

আয়োজক সংগঠনের পক্ষ থেকে এ সময় রেলপথ মন্ত্রীর কাছে প্রতিবন্ধীদের জন্য বেশ কয়েকটি দাবি উত্থাপন করা হয়।

দাবিগুলোর সম্পর্কে মন্ত্রী বলেন, আমি এখন এ সব দাবি নিয়ে মুখে কিছু বলতে চাই না। সময় আসলে আপনারা দেখতে পাবেন দাবিগুলো বাস্তবায়ন হয়েছে কি না। শুধু সরকারিভাবেই না সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গদের নিয়ে ব্যক্তিগত উদ্যোগেও আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব।

সরকার প্রতিবন্ধীদের ভাগ্য পরিবর্তনের জন্য সব সময় সচেষ্ট রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের বিষয়ে খুবই আন্তরিক। তিনি বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রতিবন্ধীদের জন্য কাজ করতে। তাছাড়া প্রধানমন্ত্রী কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুল দেশের প্রতিবন্ধীদের ভাগ্যপরিবর্তনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, ডিএমপির ডেপুটি কমিশনার ফরিদ উদ্দিন ও মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো আলাউদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এমএ/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।