রোববার (১২ মার্চ) সকালে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মহুয়াগাছ মণ্ডলপাড়ার ওসমান গণির ছেলে আমিনুল ইসলাম ও একই এলাকার বদরে আলমের ছেলে সাইফুল ইসলাম।
বদরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে মাদক ও বিস্ফোরকসহ তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের নামে বদরগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা হয়েছে। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিল আমিনুল ও সাইফুল। গোপন সংবাদের ভিত্তিতে সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
একই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, ১৬ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। মাদকের বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আরবি/