ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

২১ মার্চ মাগুরায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
২১ মার্চ মাগুরায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

মাগুরা: মাগুরা সার্কিট হাউজে ২০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে ২১ ‍মার্চ মাগুরা আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একই দিনে তিনি মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

রোববার (১২ মার্চ) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসক মাহবুবর রহমান।

সভায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।

সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী মাগুরা সার্কিট হাউজে প্রস্তুতকৃত ফলকের মাধ্যমে ২০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

সেগুলো হলো- মাগুরা ২৫০ শয্যা হাসপাতাল, মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম, আঞ্চলিক পাসপোর্ট অফিস, মাগুরা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, শ্রীপুর ও মহম্মদপুর ফায়ার সার্ভিস স্টেশন, নতুন বাজার সেতু, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রশাসনিক ভবন উদ্বোধন, মাগুরার রামনগর থেকে আবালপুর পর্যন্ত জাতীয় মহাসড়কের অংশ চার লেনে উন্নীতকরণ, শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিইবেশন সেন্টার, শ্রীপুর ও শালিখা উপজেলায় মিনি স্টেডিয়াম, সদর উপজেলার ফটকি নদীর উপর মঘি ইউপি অফিস থেকে আলোদিয়া পর্যন্ত ব্রিজ নির্মাণ, শালিখা উপজেলার ফটকি নদীর উপর বুনাগাতি থেকে বৈরইল পলিতা পর্যন্ত ব্রিজ নির্মাণ, শালিখা উপজেলার বরইচারা আটিরভিটা-বরইচারা বাজার সড়কের ফটকি নদীর ওপর ব্রিজ নির্মাণ, শালিখা উপজেলার বাউলিয়া শরশুনা সড়কের চিত্রা নদীর ওপর ব্রিজ নির্মাণ, সদর উপজেলার কাটাখালী জিসি-ইছাখাদা আর অ্যান্ড এইচ পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক, ভূগর্ভস্ত পানি শোধনাগার, মাগুরা পৌরসভার তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়) ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মোট ২০টি উন্নয়ন কাজের একযোগে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন বলে সভায় জানানো হয়।

সভায় আরও জানানো হয়, প্রধানমন্ত্রীর আগমনকে সফল করার লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা, ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড, হেলিপ্যাড ও অভ্যন্তরীণ রাস্তা মেরামতসহ সব রকমের ব্যবস্থা করা হচ্ছে। এসব কাজ সফলভাবে করতে কমিটিও গঠন করা হয়েছে।

সভায় জেলা প্রশাসক মাহবুবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মুনিবুর রহমান, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, সিভিল সার্জন ডা. সাদউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা আওয়ামী লীগের সাভাপতি তানজেল হোসেন খানসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।