রোববার (১২ মার্চ) দুপুর ২টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- ধামরাই থানার বাসনা গ্রামের মৃত রহমত আলীর ছেলে আব্দুস সালাম (৪৫) ও একই থানার মাদারপুর গ্রামের বাসিন্দা সুলতান মিয়া (৫৩)।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দীপক চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, আটক দু’জনই প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা প্রতিনিয়ত মানুষের কাছ থেকে চাকরি নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগের ভিত্তিতে দুপুরে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে চাঁন মিয়া নামে এক ভুক্তভোগী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আরবি/