রোববার (১২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। কালু উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের মৃত মহব্বত আলী সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ি থেকে গৈলা বাজারে যান কালু। বাজার থেকে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুরে সোনামদ্দিন সরদারের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এমএস/আরবি