ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আটক ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
শ্যামনগরে দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০, আটক ১৫

সাতক্ষীরা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সাবেক ও বর্তমান ইউপি চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ কৈখালি ইউপির বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিমসহ ১৫ জনকে আটক করেছেন।

রোববার (১২ মার্চ) বিকেলে উপজেলার কৈখালি ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের বাড়ির পাশ্ববর্তী ব্রিজ সংলগ্ন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কৈখালির সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম ও বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বর্তমান চেয়ারম্যান আব্দুর রহিম ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হোসেনসহ ১৫ জনকে আটক করেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।