ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ৩ লাখ টাকা ছিনতাই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
কেরানীগঞ্জে ৩ লাখ টাকা ছিনতাই

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে প্রকাশ্যে ডায়মন্ড ইন্সুলেশন প্রোডাক্টের কর্মচারীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।  

রোববার (১২ মার্চ) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ডায়মন্ড ইন্সুলেশন প্রোডাক্টের মালিক হাজী মো. মোবারক হোসেন বলেন, রোববার বিকেলে ন্যাশনাল ব্যাংক খোলামোড়া শাখা থেকে তার দুই কর্মচারী সাইদুল ইসলাম খোকন ও ফায়েজ হোসেন তিন লাখ টাকা উত্তোলন করে।

পরে তারা রিকশায় করে আমার বাড়ির উদ্দেশে রওনা দেয়। রিকশাটি খাগাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন থেকে চারটি মোটরসাইকেলে করে ৮ ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে।
পরে ছিনতাইকারীরা পিস্তলের ভয় দেখিয়ে তাদের দু’জনকে জিম্মি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ন্যাশনাল ব্যাংক খোলামোড়া শাখার ব্যবস্থাপক মো. এনামুল হক বলেন, ছিনতাইয়ের ঘটনাটি টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার পর বাইরে ঘটেছে। বিষয়টি অবশ্যই অনাকাঙ্ক্ষিত।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ জুবায়ের বাংলানিউজকে বলেন, ছিনতাইয়ের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস্তরা থানায় অভিযোগ করলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।