ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করতে সোমবার চট্টগ্রাম যাচ্ছেন সিইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
স্মার্টকার্ড বিতরণ উদ্বোধন করতে সোমবার চট্টগ্রাম যাচ্ছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। ছবি: বাংলানিউজ ফাইল ফটো

ঢাকা: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এলাকার সোমবার (১৩ মার্চ) ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

এদিন ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সকাল সাড়ে ৭টায় শাহজালাল (রহ.) বিমানবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন তিনি।
 
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সকাল আটটা দশ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছে সিইসি প্রথমে যাবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। পরে বেলা ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউজে চসিক এলাকার ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।

উদ্বোধন শেষে সিইসি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘুরে রাত সাড়ে ৮টায় ইউএস বাংলার অপর একটি ফ্লাইটে ঢাকায় ফিরবেন।
 
এ সময় সিইসি’র সঙ্গে থাকবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব মোহাম্মদ আব্দুল্লাহ্।
 
এ ব্যাপারে ইসি সচিব আরও জানিয়েছেন, সিইসির স্মার্টকার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনের পর আগামী ১৬ মার্চ থেকে কেন্দ্রে কেন্দ্রে বিতরণে যাবে ইসি।
 
নাগরিকরা মোবাইল ফোন থেকে ১০৫ নম্বরে ডায়াল করে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ সম্পর্কিত তথ্যাদি জানতে পারবেন। স্মার্টকার্ড পাওয়ার জন্য নির্ধারিত সময়সূচি অনুযায়ী সশরীরে নির্দিষ্ট বিতরণ কেন্দ্রে যেতে হবে এবং লেমিনেটেড মূল জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিতে হবে। যারা ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয়পত্র পাননি তাদের মূল নিবন্ধন স্লিপ নিয়ে আসতে হবে।

এছাড়া যাদের মূল জাতীয় পরিচয়পত্র বা নিবন্ধন স্লিপ হারিয়ে গেছে তাদেরকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে, জিডির মূল কপিসহ সংশ্লিষ্ট উপজেলা-থানা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
 
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
ইইউডি/আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।