নড়াইল: নড়াইলে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৮ দিনে ৫২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫২ জনকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ৪৬ বোতল ফেনসিডিল, ৫১১ পিস ইয়াবা, ৫ কেজি ২১০ গ্রাম গাঁজা এবং ৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মেহেদী হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেনসহ কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৭
আরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।