ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ভেদরগঞ্জে ১৬ জেলের জেল-জরিমানা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
ভেদরগঞ্জে ১৬ জেলের জেল-জরিমানা

শরীয়তপুর: শরীয়তপুরের ভেদরগঞ্জের পদ্মা নদীর অভয়াশ্রমে মাছ ধরার দায়ে ১৬ জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১২ মার্চ) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর কুমার রায় এ আদেশ দেন।

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রিগান বাংলানিউজকে জানান, সকাল থেকে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথভাবে অভিযান চাল‍ায়।

এসময় ভেদরগঞ্জের পদ্মা নদীর অভয়াশ্রমে মাছ ধরার দায়ে ১৬ জেলেকে আটক, চারটি ইঞ্জিন চালিত নৌকা, সাত হাজার মিটার জাল ও ৬০ কেজি জাটকা জব্দ করা হয়।

পরে বিকেলে আটকদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক আট জেলেকে ২৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও আট জেলেকে পাঁচ হাজার টাকা ৪০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।