ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশে প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
নীলফামারীতে নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশে প্রশিক্ষণ নীলফামারীতে নারী উদ্যোক্তাদের দক্ষতা বিকাশে প্রশিক্ষণ

নীলফামারী: নীলফামারীতে গ্রামীণ নারী উদ্যোক্তাদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (১২ মার্চ) দুপুরে উপজেলা পর্যায়ে জীবন-জীবিকা নির্ভর ও প্রযুক্তি ভিত্তিক ব্যবসা নির্বাচনের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়।

নীলফামারী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও বাংলাদেশ উইমেন চেম্বর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি উদ্যোগে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিচ্ছেন নীলফামারী সদর উপজেলার ৩০ জন গ্রামীণ নারী উদ্যোক্তা।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ‍মার্চ ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।