ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে মাসব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
ধুনটে মাসব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধন ধুনটে মাসব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধন। ছবি: বাংলানিউজ

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে মাসব্যাপী স্বাধীনতা মেলার উদ্বোধন হয়েছে। বাতিঘর নামে স্থানীয় একটি সংগঠন এ মেলার আয়োজন করেছে।

রোববার (১২মার্চ) সন্ধ্যায় ধুনট এনইউ পাইলট মডেল হাইস্কুল খেলার মাঠে স্থানীয় এমপি হাবিবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

মেলা আয়োজক কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি হাবিবর রহমান।

এছাড়াও সভায় ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোজাহার আলী মাষ্টার, রেজাউল করিম,যুগ্ম সম্পাদক মহসীন আলম, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কুদরত-ই-খুদা জুয়েল, সবুজ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন,উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, আওয়ামী লীগে নেতা মোজাফফর রহমান, গোলাম মোর্তজা, লুৎফর রহমান, জহুরুল ইসলাম, লিয়াকত আলী লিটন, মাকসুদুল হক বাচ্চু, ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রিপন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।