রোববার (১২ মার্চ) সন্ধ্যায় তুরাগ থানার দৌড় মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, অজ্ঞতপরিচয় আনুমানিক ৩৮ বছরের ওই ব্যক্তির পরনে একটি নীল রঙের ছেঁড়া জিন্স প্যান্ট। তার বাম পা ছিল থেঁতলানো। ধারণা করা হচ্ছে দূরপাল্লার কোনো পরিবহনের সঙ্গে আঘাত লেগে তার মৃত্যু হয়েছে। নিহত ওই ব্যক্তি ভিক্ষা করতেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হযেছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসজেএ/আরআইএস/আইএ