রোববার (১২ মার্চ) রাতে জামালপুরের সরিষাবাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
মাহফুজা রূপগঞ্জ উপজেলার বাঘবেড় আলমপুর এলাকার নবী হোসেনের মেয়ে এবং ইউসুফগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অপহৃতের বাবা নবী হোসেন বাংলানিউজকে জানান, উপজেলার হাটাব এলাকার শহর আলী ওরফে জাকির তার মেয়ে মাহফুজাকে স্কুলে যাওয়ার সময় বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলো। তিনি বেশ কয়েকবার জাকিরকে মাহফুজাকে বিরক্ত না করতে বললে জাকির তার মেয়েকে অপহরণ করবে বলেও হুমকি দেন।
পরে ২৫ ফেব্রুয়ারি মাহফুজা স্কুলে যাওয়ার সময় পূর্বাচল দুই নম্বর সেক্টর থেকে জাকির ও খলিলসহ অজ্ঞাত দুই/তিনজন তার মেয়েকে একটি মাইক্রোবাসে করে অপহরণ করে নিয়ে যান।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজাউল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে মাহফুজাকে জামালপুরের সরিষাবাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার কারণে খলিলকে আটক করা হয়।
অপহরণকারী জাকিরকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
আরবি/