ঢাকা, সোমবার, ২০ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

কাহারোলে জাল নোটসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
কাহারোলে জাল নোটসহ আটক ১

দিনাজপুর: কাহারোল উপজেলার ঘুঘুর বাজার এলাকা থেকে জাল টাকার নোটসহ জিয়াউর রহমান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

রোববার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

আটক জিয়াউর উপজেলার সুন্দরগঞ্জ ইউনিয়নের আবাসন গ্রামের মৃত ভিলিমের ছেলে।

দিনাজপুর কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী সরকার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান ঘুঘুর বাজারে চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি করে ৩৫ হাজার টাকার জাল নোটসহ তাকে আটক করা হয়।

এঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।