রোববার (১২ মার্চ) রাত সাড়ে ৯টার পর থেকে বঙ্গবন্ধু পশ্চিম সেতু গোলচত্বর এলাকা থেকে নলকা পর্যন্ত যানজটে কয়েক হাজার যানবাহন আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ বাংলানিউজকে জানান, যমুনার সেতুর টোল বাড়ার কারণে কিছু কিছু চালক গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এ কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে। তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
টাঙ্গাইলের ট্রাক চালক আলীমুদ্দিন ও গাইবান্ধার ট্রাকচালক সুরুত আলী জানান, হঠাৎ করেই সেতু কর্তৃপক্ষ ৫ টনের যানবাহনের টোল ১১শ’ টাকার স্থলে ১৪শ টাকা ও ৩ টনের গাড়ির টোল ৮শ’ টাকার স্থলে ১১শ টাকা নিচ্ছে। এতে চালকেরা বিপাকে পড়েছে। অনেক চালকের বাড়তি টাকা না থাকায় গাড়ি ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এ কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের ডেপুটি সেক্রেটারি রেজাউল হায়দার জানান, সেতু কর্তৃপক্ষ কোনো টোল বৃদ্ধি করেনি। তবে বিআরটিএ’র রেজিস্ট্রেশন সফটওয়ারের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে। এ কারণে চালকদের ব্লু-বুকে যে ওজন লেখা আছে, রেজিস্ট্রেশন অনুযায়ী ওজন তার চেয়ে বেশি ধরা পড়ছে। ফলে চালকরা ব্লু-বুক দেখে যে হারে টোল দিতেন, এখন রেজিস্ট্রেশন মতে তার চেয়ে ৩শ’ টাকা বেশি দিতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ০০১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসএইচ