রোববার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাদের আটক করা হয়। আসামি ধরতে গিয়ে মাদক ব্যবসায়ীদের সঙ্গে ধস্তাধস্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম আহত হয়েছেন।
আটক শাহ আলম লালপুর উপজেলার দুয়ারী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে এবং মঞ্জু আহম্মেদ রয়েল রাকসাকান্তপুর গ্রামের সুকচান আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদশর্ক (ওসি) আব্দুল হাই বাংলানিউজকে জানান, আটককরা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ডিবির এসআই সিরাজুল ইসলামসহ একটি দল দুয়ারী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় হাতে-নাতে তাদের আটকের চেষ্টা করে।
এসময় তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ী শাহ আলম পুলিশের এসআই সিরাজুল ইসলামকে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে।
পরে তাদের শরীর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ঘটনায় লালপুর থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৭
এসএইচ